১। চন্দ্রদিঘলিয়া মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হইতে উত্তরপাড়া পর্যন্ত পাকা সড়ক । ২। চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের শতভাগ স্যানিটেশন কার্যক্রম বাস্তবায়ন । ৩। চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের শতভাগ ( নিরাপদ জীবানু ও আর্সেনিক মুক্ত ) পানিয় জলের ব্যাবস্থা করন । ৪। নিরক্ষরতা দুরীকরন । ৫। যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নঃ- ১) চন্দ্রদিঘলিয়া মোল্লা পাড়া স:প্রা:বিদ্যালয় হইতে শিকদার পাড়া পর্যন্ত রাস্তা পাকা করন । ২)চন্দ্রদিঘলিয়া নজরুল মোল্লার বাড়ী হইতে সরদার বাড়ী পর্যন্ত রাস্তা নির্মান। ৩) চন্দ্রদিঘলিয়া বড় বাড়ি স: প্রা: বিদ্যালয় হইতে জজসাহেবের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মান । ৪) চন্দ্রদিঘলিয়া মহাসড়ক হইতে কারিকর পাড়া মসজিদ পর্যন্ত রাস্তা নির্মান। ৫) চন্দ্রদিঘলিয়া মহাসড়ক হইতে বেদন শেখের বাড়ীর পার্শদিয়া সরদার বাড়ীর পুকুর পর্যন্ত রাস্তা নির্মান । ৬) চন্দ্রদিঘলিয়া হাবিবার মিয়ার বাড়ী হইতে মহাসড়ক পার হইয়া সরদার বাড়ী পর্যন্ত রাস্তা নির্মান । ৭) চন্দ্রদিঘলিয়া এলজিইডি সড়ক হইতে চরপাড়প স:প্রা:বিদ্যালয়ের পার্শ দিয়া ব্রিজ পর্যন্ত রাস্তা নির্মান । ৮) চন্দ্রদিঘলিয়া এলজিইডি সড়ক হইতে কবির চৌকিদারের বাড়ীর সামনে দিয়া শিকদার বাড়ী পর্যন্ত রাস্তা নির্মান । ৯) চন্দ্রদিঘলিয়া বিল্লাল শিকদারের বাড়ী হইতে মসজিদ পর্যন্ত রাস্তা নির্মান। ১০) চন্দ্রদিঘলিয়া হাসেম মোল্লার বাড়ীর পার্শ দিয়া টিকু মোল্লার বাড়ীর পার্শ হইয়া কাটা খাল পর্যন্ত রাস্তা নির্মান । |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS