Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন

গোপালগঞ্জ জেলার সদর উপজেলা থেকে ১২ কিঃ মিঃ পশ্চিম দক্ষিনে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন অবস্থিত । পূর্বের গপিনাথপুর ইউনিয়ন থেকে ১৯৭৪ ইং সালে বিভক্ত হয়ে অত্র ইউনিয়নের জনগনের সর্বসম্মতিক্রমে চন্দ্রদিঘলিয়া নাম করন করা হয়।

৪  নং চন্দ্রদিঘলিয়া মৌজার  এস এ ৭৬৬ খতিয়ানের ৫০ শতাংশ জমির উপর ইউনিয়ন পরিষদের  ভবনটি অবস্থিত ।

অত্র ইউনিয়নের ভিতর দিয়ে  খুলনা - ঢাকা মহাসড়ক চলে গেছে। অত্র ইউনিয়নের পশ্চিম পার্শ্বে সুকতাইল ইউনিয়ন অবস্থিত । দক্ষিনে পাইককান্দী ইউনিয়ন পরিষদ অবস্থিত।

উত্তরে গোপিনাথপুর পূর্বে হরিদাসপুর অবস্থিত ।

 

মোট গ্রামের সংখ্যা = ১ টি

মৌজার সংখ্যা = ২ টি

মোট লোক সংখ্যা =১৩৮৪৪ জন।

পুরষ =  ৭৫৫৮ জন।

মহিলা = ৬২৮৬ জন।

(২০২২ সালের আদমশুমারী অনুযায়ী)

 

শিক্ষার হার- ৯৫%

মাধ্যমিক বিদ্যালয় - ১টি।

মাদ্রাসা - ০১টি।

প্রাথমিক বিদ্যালয় - ০৭টি।

দর্শনীয় স্থান- ০১টি।

হাট-বাজার- ০২টি।

কলেজ-০২টি

 

দায়িত্বরত চেয়ারম্যান- মোঃ হাদিউজ্জামান মোল্লা জাবেদ

নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ –  চেয়ারম্যান-০৬/০২/২০২২ইং

                                                                              সদস্য- ০৭/০২/২০২২ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১৪/০২/২০২২ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৩/০২/২০২৭ইং

ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

               ৩) হিসাব সহকারী-  ১ জন

              ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।